মহামারী করোনাভাইরাসে গত ৩১শে ডিসেম্বর চীন থেকে ছড়িয়ে পড়া প্রানঘাতী ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় আরও দেড় লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন। একদিনে না মৃত্যু বরন করেছেন আরও সাড়ে পাঁচ হাজারের মতো মানুষ। একই সময়ে করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৮২ হাজার মানুষ।
গত বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে সারাবিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৪৬০ জন, আর মারা গেছেন ৫৫৪৫ জন। একই সময়ে এক লাখ ৫৮ হাজার ৪৩৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩১ লাখ ৬৮ হাজার ৯২১ জন।
মহামারী করোনাভাইরাস লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।