২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদন ৯ আগস্ট থেকে শুরু হবে, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
রোববার শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি সভাপতিত্বে এক অনলাইন মিটিং এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
তিনি জানান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।