রবিবার (১২ জুলাই) সকালে মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল জানিয়েছিল, জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যর করোনাভাইরাস ফলাফল নেগেটিভ এসেছে।
তবে দুপুর গড়াতে না গড়াতেই এই স্টেটমেন্ট উল্টে গেল মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের বক্তব্যে। এক টুইট বার্তায় তিনি জানালেন, বিশ্বসুন্দরী-অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার সন্তান আরাধ্য করোনা পজিটিভ তিনি লেখেন,শ্রীমতী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য অভিষেক বচ্চনের নমুনায় করোনা পজিটিভ এসেছে।
তবে শ্রীমতী জয়া বচ্চনের নমুনা নেগেটিভ। বচ্চন পরিবারের প্রতি শুভকামনা যেন সদস্যরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। নানাবতী হাসপাতাল আজ (১২ জুলাই) সকালে ভারতীয় গণমাধ্যম জি-নিউজকে জানিয়েছিল, জয়া, ঐশ্বর্য ও আরাধ্য করোনা নেগেটিভ। বিষয়টি দুপুরের পর বিস্তারিত জানাবে বলেও তারা জানায়। তবে দুপুরের পর জানা গেলো উল্টো ফল।
ইতিমধ্যে ভক্তরা অমিতাভ বচ্চনের সুস্থতা কামনা করে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে পোস্ট করছেন। অমিতাভ বচ্চনের বাসভবন জলসা জীবাণুমুক্ত করে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার রাতে ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন নিজেই টুইটারে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে লেখেন,গত দশ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সবাই করোনা পরীক্ষা করান।