শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে সেখানে করোনাভাইরাসের পরীক্ষায় তার রির্পোট পজিটিভ আসে।
সোমবার (০১ জুন) রাতে তার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
তিনি বলেন, বাবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার জন্য সবাই দোয়া করবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, বৃহস্পতিবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএই) নেওয়া হতে পারে।