স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন গণমাধ্যমকে জানান, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রাণঘাতি করোনাভাইরাসে দেশের স্বাস্থ্য বিভাগের প্রায় ৩ হাজারের ওপরে কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। অন্তত ২৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আরো ৫ জন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।