পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ধর্ষণের জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে।
এই ঘটনাটি ঘটেছে ভারতের খড়গ’পুর লোকাল থানার অন্তর্গত মেহু’গুনি চক এলাকায়। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
অভিযোগ উঠেছে, শ্রমিক বাবা-মা সারাদিন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সম্পর্কে চাচা’সুজয় মাহাতো (২৪) দীর্ঘদিন ধরে ধর্ষণ করতে থাকে ওই কিশোরীকে। ভয়ে পরিবারের কাছে কিছু না বললেও’চলতি মাসের ৯ তারিখ অসুস্থ হয়ে পড়ে’সে।
এরপরই হাসপাতালে নিয়ে গেলে ঐ কিশোরী অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়। এরপর পরিবারের লোকের কাছে পুরো বিষয়টি খুলে বলে সে। তারপর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়গপুর লোকাল থানায়।
অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তাকে গতকাল রবিবার তোলা হয় মেদিনীপুর আদালতে। পুলিশের পক্ষ থেকে চার দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বর্তমানে আটক যুবক পুলিশি হেফাজতে রয়েছে।