প্রতীকী ছবি
দিনাজপুরের বিরামপুরের শাখা যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর পানিতে ভেসে থাকা অবস্থায় শিশু যুথী আক্তারের (৯) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ৯টায় বিরামপুর পৌরশহরের পশ্চিমে &মেয়র আজাদ ফুট ব্রিজ এর নিচ থেকে শিশু যুথী ও সকাল ৬ টায় পুতুল মাষ্টারের লাশ উদ্ধার করা হয়।শিশু যুথী আক্তারের (৯) বিরামপুরের কবির হোসেনের কন্যা।
উল্লেখ, গত সোমবার বিরামপুরের কৃষ্ট চাঁদপুরে মামার সাথে নদীতে গোসল করতে নেমে নদীর জলের প্রবল স্রোতে তলিয়ে যায় যুথী আক্তার। পরে বিরামপুর ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ২টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুথীকে উদ্ধার করতে পারেননি।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।