'সেক্স খারাপ কিন্তু ধর্ষণে আপত্তি নেই’,এটা বলতে চাইছেন? ক্ষমা চাইব না সাফ বক্তব্য একতার।
ছোট ও বড় পর্দার জনপ্রিয় প্রযোজক ও নির্মাতা একতা কাপুর।
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব প্রযোজক একতা কাপুর। অল্ট বালাজির ওয়েব সিরিজ ট্রিপল এক্স বিতর্ক নিয়ে ক্ষমা চাইতে অস্বীকার করলেন প্রযোজক একতা। গত কয়েকদিন ধরেই এই বিতর্ক নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়ায়। বিগ বস প্রতিযোগী হিন্দুস্তানি ভাউ চলতি সপ্তাহের শুরুতেই এফআইআর দায়ের করেন একতার বিরুদ্ধে। অভিযোগ এই ইরোটিক সিরিজে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ,ভারতীয় সেনা এবং হিন্দু দেবদেবীদের অপমান করেছেন জিতেন্দ্র কন্যা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার হুমকি পান একতা। প্রশ্ন উঠে তাঁর পদ্মশ্রী সম্মান নিয়েও। এমনকি তাঁকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়! শনিবার শোভাদের সঙ্গে আলাপচারিতায় একতা জানান,এই ভদ্রলোক যে নিজেকে বছরের সেরা দেশপ্রেমী ভাবছেন,তিনি প্রকাশ্যে আমাকে আমার মা’কে অপমান করল। এবার সে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় আমাকে ধর্ষণের হুমকি দিচ্ছে। এটা আর আর্মি কিংবা সেক্সুয়াল কনটেন্টকেন্দ্রিক নয়। এই ধারণা হল একজন মেয়েকে ধর্ষন কর,তাঁর ছেলেকে ধর্ষণ কর,তাঁর ৭১ বছর বয়সী মাকে ধর্ষণ কর! তার মানে সেক্স খারাপ কিন্তু ধর্ষণে আপত্তি নেই’।
৪৫ বছর বয়সী প্রভাবশালী এই প্রযোজক আরও বলেন,'সিরিজে নাকি যৌনদৃশ্য দেখানো হয়েছে। আর সেজন্য আমি একের পর এক ধর্ষণের হুমকি পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আমার ৭১ বছর বয়সী মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তারমানে আমরা জানলাম, যৌনতা খুবই খারাপ বিষয়। কিন্তু ধর্ষণ ভালো। পর্দার একটা কাল্পনিক চরিত্রের জন্য আমাকে এই অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর যারা এই সমস্ত বলছে, করছে, সেই রক্ত মাংসের মানুষগুলোর বেলায়? তারা নাকি আমার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে। এই প্রাণীগুলোর দ্রুত আরোগ্য কামনা করছি।'