সফল অস্ত্রোপচার হল তরুণ হকি খেলোয়াড় নিয়ামুল ইসলামের। বুধবার রাজধানীর একটি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তার কথা, ‘মাত্র অপারেশন হয়েছে। মাস খানেক থেরাপি দিতে হতে পারে। ফেডারেশনের সভাপতি মহোদয়ের উদ্যোগে কিশোরগঞ্জের নিয়ামুলের অপারেশন সম্ভব হয়েছে।
গত বছর দ্বিতীয় বিভাগ হকি লিগে খেলার সময় গুরুতর আহত হয়েছিলেন নিয়ামুল ইসলাম। পায়ের লিগ্যামেন্ট ছিঁড়ে যায়। অর্থাভাবে অস্ত্রোপচার করাতে পারছিলেন না তিনি। ফেডারেশনের কর্তাদের চেষ্টায় তা সম্ভব হয়েছে।