রাজধানীর পল্লবী থানার ভেতরে ‘বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে থানার ওসি তদন্তসহ পুলিশের ৪ সদস্য এবং বহিরাগত একজন আহত হয়েছেন।
২৯ জুলাই বুধবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানাযায়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চক্ষু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক,পিএসআই অঙ্কুশ (২৮),ইমরান (৪৮) এসআই সজীব (৩০),পিএসআই রুমির (২৮) আহত হয়েছেন। এছাড়া রিয়াজ (২৮) নামে বহিরাগত একজন আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন রুমি ও রিয়াজ । চক্ষু হাসপাতালে আছেন পিএসআই অঙ্কুশ । ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এ ব্যাপারে ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, দুজন আসামিকে ধরে থানায় নিয়ে আসা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়। সেই ওয়েট মেশিন থানায় আনার পর পরিদর্শক তদন্তের রুমে তা বিস্ফোরিত হয়। এ ঘটনায় একজন সিভিলিয়ান ও পুলিশের চার সদস্য আহত হয়েছেন।