ফেসবুকে স্ট্যাটাস আত্মহত্যা করেছেন জেনি বেবী কস্তা (৪০) নামে এক খ্রিস্টান ধর্মাবলম্বী নারী। শনিবার (১১ জুলাই) দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন ওই নারী। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রীস্টান পল্লীতে এ ঘটনা ঘটে।
মৃত্যুর আগে জেনি তার ফেসবুক ওয়ালে লেখেন, “জন্মেছি আমি এই সুন্দর পৃথিবীতে। মরবো এই সুন্দর পৃথিবীতেই। তবে মৃত্যু তুমি আমাকে কষ্ট দিয়ো না। আমি তৈরী তুমি এসো, ভালবেসে গ্রহণ করো।”
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, জেনি বেবী ঢাকায় একটি কেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। করোনা মহামারিতে বাড়ি চলে আসেন। প্রায় ১৬ বছর আগে তার বিয়ে বিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সঙ্গেই থাকতেন। বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকরি করেন।
তিনি বলেন, শুক্রবার জেনির ভাইয়ের স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে যান। এ সময় তিনি একাই বাড়িতে ছিলেন। দুপুরের কোনো এক সময় তিনি নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়নায় ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।