সকালে নাস্তায় পরোটা সবারই প্রিয়। সাধারণত: পরোটা ত্রিকোণ, গোল অথবা চার কোনাকৃত হয়। কিন্তু এইবার দেখা গেল 'মাস্ক পরোটা'।
তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামক একটি রেস্তোরাঁয় প্রথম মাস্ক পরোটা তাঁরা বানায়। তাদের দেখাদেখি এখন গোটা ভারতে অনেকেই এমন পরোটা বানাচ্ছে।
এস সতীশ নামের এক পরোটা মাস্টার এমন দেখতে পরোটা বানিয়েছিলেন। তিনি বলেছেন, লোকজনকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করাই তাঁর উদ্দেশ্য ছিল।
মাদুরাইয়ের ওই রেস্তোরাঁ মাস্ক পরোটার ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে।
এর আগে করোনাভাইরাসের মতো দেখতে পরোটার ছবিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।