শিকাগোতে শেষকৃত্যে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সাউথ সাইড এলাকার একটি ফিউন্যারাল হোমে শেষকৃত্য চলার সময় বন্দুকধারীর গুলিতে ১৪ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে বেশিরভাগ গুরুতর আহত এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এঘটনায় সন্দেহ’ভাজন একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানায়, ফিউন্যারাল হোমের বাইরে শেষকৃত্যে অংশগ্রহণকারীদের ওপর চলন্ত গাড়ি থেকে গুলি চালায় কয়েকজন বন্দুকধারী। তারা হামলা চালিয়ে পালিয়ে যায়। বন্দুকধারী কয়জন ছিল সেবিষয়ে নিশ্চিত নয় পুলিশ।
গত সপ্তাহে গুলিতে নিহত হওয়া এক ব্যক্তির শেষকৃত্য চলছিল ফিউন্যারাল হোমে।