স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এই অভিযানে অংশ নেয়।
শুরুতেই অভিযান পরিচালনাকারী টিমটি স্বাস্থ্য ভবনে প্রবেশ করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষে অবস্থান নেয়। ভেতর থেকে কক্ষের দরোজা-জানালা বন্ধ করে দেয়া হয়। এরপর অভিযান পরিচালনাকারী দলটি কক্ষের ভেতরে ঘণ্টাখানেকেরও বেশি সময় অবস্থান নেয়।
ইতোমধ্যে ওই কক্ষ থেকে বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চলতি সপ্তাহের যেকোনও দিন দুদকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ডজনখানেক কর্মকর্তাকে তলব করা হতে পারে বলে আগেই ইঙ্গিত দেয়া হয়েছিল।
সম্প্রতি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমে মাস্ক, পিপিইসহ সুরক্ষাসামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির হদিস পায় দুদক।
রিজেন্ট হাসপাতালের সঙ্গে অধিদফতরের চুক্তির রেকর্ডপত্র সংগ্রহ করতে স্বাস্থ্য অধিদফতরে দুদকের এই বিশেষ টিম অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।